শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বেগজনকহারে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী বাড়ছে
শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২ সপ্তাহ ধরে ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া , নিউমোনিয়া ও এ্যাজমা রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত বয়স্ক ও শিশুরা। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে রোগীর সংখ্যা। অন্যান্য বছরের তুলনায় এবারের শীতে হাসপাতালে ভর্তি শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশী।
শুক্রবার ১১ টার দিকে হাসপাতাল ঘুরে সরেজমিন দেখা যায়, জরুরি বিভাগ ও শিশু ওয়ার্ডে রোগীদের ভীড়। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ১৫-২০ নবজাতক ও শিশু কে ভর্তি করা হচ্ছে, যা শিশু ওয়ার্ডের ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। এসব শিশু কেউ কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকে সুস্থ হয়ে উঠলেও অনেক নবজাতকের গুরুতর অবস্থাও দেখা গেছে। শিশুরা হঠাৎ অসুস্থ হওয়ায় অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৭ দিনে হাসপাতালে ১৫০ জন শিশু রোগী ভর্তি করা হয়েছে। তার মধ্যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত এর সংখ্যা বেশী। এর মধ্যে বেশীরভাগ ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।তবে শ^াস কষ্ট ও অণ্যান্য উপসর্গ নিয়ে বয়স্ক রোগীদেরও ভর্তি হতে দেখা দিয়েছে।
শিশু নিয়ে সেবা নিতে আসা পৌর এলাকার মাঠপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম বলেন,শীত বৃদ্ধি পাওয়ায় আমার শিশুর ঠান্ডা জ¦র ও কাশি হয়েছে তাই হাসপাতালে এনেছি ডাক্তার দেখাতে।এসে দেখছি অনেক শিশুই হাসপাতালে ভর্তি হচ্ছে।
ডায়রিয়া আক্রান্ত এক শিশুর পিতা বলেন, কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি আছি।শীত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমার শিশুর ডায়রিয়া শুরু হয়েছে।বেশ স্বাস্থ্য ঝুকিতে ছিল আমার শিশু হাসপাতালে ভর্তির পর এখন কিছুটা উন্নতির দিকে।
মাগুরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ শিশু বিশেশজ্ঞ ডা. অলোক কুমার সাহা বলেন, হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় শিশুদের কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে। এজন্য শীতে শিশুদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সুজায়েত হোসেন জানান, এবারে বেশী শীতের কারণে রোগীর চাপ বেড়েছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে তবে ডায়রিয়ার এন্টিবায়োটিক ইনজেকশনের স্বল্পতা আছে এরমধ্যেও যথাসাধ্য চেষ্টা করছি ভাল সেবা দেওয়ার।
Power up your gaming—unlock exclusive features today Lucky Cola