শোক সংবাদ , শোক সংবাদ , শোক সংবাদ
ঝিনাইদহ –
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খাঁ পুরন্দর পুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত অমেদুল ইসলাম খাানের ছোট পুত্র ও ইউপির শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ফতেপুর এর ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক জনাব মুখছিদুল ইসলাম (ডিটুল) (৪৭) আজ ১২ই জুন সকাল আনুমানিক সাড়ে ৮ ঘটিকার সময় মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন।
উল্লেখ্য সে ৭ দিন ধরে নিজ বাড়িতে জ্বর সহ শারিরীক সমস্যায় ভুগছিল। আজ সকালে চিকিৎসার উদ্দ্যেশে যশর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
তার এই অকাল মৃত্যুতে কলেজ পরিচালনা কমিটির সভাপতি, সদস্যগণ, শিক্ষক কর্মচারীবৃন্দ সহ আত্মীয় সজন গভীর ভাবে শোকাহত। বাদ জোহর নিজ গ্রামের খান পাড়ার ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় নিকট আত্মীয়, শিক্ষক, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, অত্র এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।
Get ready to conquer the virtual battlefield Lucky Cola