শোয়েবের ‘বিবাহবহির্ভূত’ সম্পর্কই কী সানিয়ার বিচ্ছেদের কারণ?
আবারও বিয়ে করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। শনিবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে শোয়েব লিখেছিলেন, ‘সৃষ্টিকর্তা আমাদের জোড়ায় তৈরি করেছেন।’ এরপরই প্রশ্ন শুরু হয় তাহলে কি শোয়েবের সঙ্গে সানিয়া মির্জার বিচ্ছেদ হয়েছে?
অবশেষে শোয়েবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলা হয়েছে সানিয়ার পক্ষ থেকে। সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে রোববার (২১ জানুয়ারি) একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে জানিয়েছেন কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।
পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শোয়েব। তবে এই বিয়েতে উপস্থিত ছিলেন না শোয়েবের পরিবারের কেউ। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ‘বিবাহবহির্ভূত সম্পর্কে’ সানিয়া হাঁপিয়ে উঠেছিলেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য পাকিস্তান ডেইলি’।
সানা জাভেদের সঙ্গে শোয়েবের বিয়ে নিয়ে একটি খবর ছাপে ‘দ্য পাকিস্তান ডেইলি’। সেখানে তারা জানায়, এই বিয়েতে মালিকের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের একটি কারণও সেখানে বলা হয়েছে মালিকের বোনের বরাত দিয়ে। পত্রিকাটি লিখেছে, ‘ডিভোর্সি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েব মালিকের তৃতীয় বিয়েতে তার পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।’
প্রত্রিকাটি আরও জানিয়েছে, ‘সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়া নিয়ে মালিকের বোনেরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বলা হচ্ছে, মালিকের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সানিয়া হাঁপিয়ে উঠেছিলেন।’
উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বারের মতো পিঁড়িতে বসেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন শোয়েব।