শোয়েব আখতারের ‘বায়োপিক’ নির্মাণের ঘোষণা

Share Now..


ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বোলার শোয়েব আখতার। তবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই তারকার বৈশিষ্ট কেবল গতির কারণে নয়, খেলোয়াড়ি জীবনে নানা বিতর্কিত ইস্যুতে সবসময়ই খবরের শিরোনাম হয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার। অবসর নিলেও এখনো নানা কারণে আলোচনায় থাকেন শোয়েব। এবার তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ হতে যাচ্ছে।সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় নিজেই এ ঘোষণা দিয়েছেন শোয়েব আখতার। সেখানে তিনি বলেন, ‘একটি সুন্দর জার্সির শুরুতে, আমার গল্প ও জীবন নিয়ে বায়োপিক ’রাওয়ালপিন্ডি এক্সপ্রেস- রানিং অ্যাগয়েস্ট দ্য অডস’ নির্মাণের ঘোষণা করছি। অপনারা এমন যাত্রার সঙ্গী এর আগে কখনো হননি। একজন পাকিস্তানি খেলোয়ােড়ের মধ্যে এটাই প্রথম বিদেশি সিনেমা।’সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের ১৬ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনা করবেন মোহাম্মদ ফারাজ কায়সার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *