শ্যুটিং-এ মন দিলেন অনন্যা
মাদক-কাণ্ডে নারকোটিক্স কনট্রোল ব্যুরোর সমন পাওয়ার পর শ্যুটিং-এ কয়েকদিন উপস্থিত ছিলেন না অনন্যা পাণ্ডে। অবশেষে ‘লাইগার’-এর শ্যুটিং-এ যোগ দিলেন তিনি। ছবির একটি গানেরও শ্যুট করবেন চাঙ্কি পান্ডের কন্যা।শোনা যাচ্ছে, গোরেগাঁও-এর স্টুডিওতেই হবে গানের শ্যুটিং। অনন্যা এনসিবি-র সমন পাওয়ার পর থেকে তাঁকে ছাড়াই ছবির শ্যুটিং চালাচ্ছিলেন পরিচালক। নায়ক বিজয় দেবরাকোণ্ডা এবং ৮০ জন সহশিল্পীকে নিয়েই চলছিল শ্যুটিং।অবশেষে ফ্লোরে ফিরলেন চাঙ্কি-কন্যা।‘লাইগার’-এর যে গানের শ্যুট করবেন তিনি শোনা যাচ্ছে সেটি একটি কমেডি গান। নাচের দৃশ্যে বেশ কিছু মজার সিনও করতে হবে অনন্যা- বিজয়কে। বৃহস্পতি এবং শুক্রবার ছবির টানা শ্যুটিং করবেন অনন্যা।২০২২-এর সেপ্টেম্বরে মুক্তির কথা আছে ‘লাইগার’-এর। ছবির পরিচালক পুরি জগন্নাথ। স্পোর্টস-অ্যাকশন এই ছবিতে অনন্যা- বিজয় ছাড়াও দেখা মিলবে মাইক টাইসনের।