শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Share Now..


নারায়ণগঞ্জে বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই বন্ধের প্রতিবাদে ও দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার নন্দলালপুর এলাকায় প্রাইম ট্রেক্সটাইল লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের দাবি, ২ হাজার ৫০০ শ্রমিক কারখানাটিতে কর্মরত রয়েছে। দীর্ঘ দশ থেকে বিশ বছর পর্যন্ত অনেক শ্রমিক এখানে কর্মরত আছেন। তবে মালিকপক্ষ কোনো নোটিশ না দিয়ে গত মাসে ৩শ’ ৬০ জন শ্রমিককে ছাঁটাই করে। আরও সাড়ে ছয়শ’ শ্রমিককে ছাঁটাইয়ের ঘোষণাও দেওয়া হয়।
এছাড়া গত নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য কোনো ভাতা পরিশোধ না করে মালিকপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার থেকে কারখানা বন্ধ করে দেয়। শ্রমিকরা সকালে কাজে যোগদান করতে এসে কারখানা বন্ধ ও ‌‘লে অফ’ সাইনবোর্ড টানানো দেখে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা সবাই কারখানার সামনে সড়কে অবস্থান নিয়ে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে। খবর পেয়ে শিল্প পুলিশ এসে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান দিতে না পারায় শ্রমিকরা তাদের আন্দোলন অব্যাহত রাখেন।অবিলম্বে সকল বকেয়া পরিশোধের দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা। অন্যথায় সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

One thought on “শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *