শ্রীলঙ্কা বা অন্য দেশের উদাহরণ আমাদের জন্য নয়: স্থানীয় সরকারমন্ত্রী

Share Now..

শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশের উদাহরণ আমাদের জন্য দেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।

শুক্রবার (২৭ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বিষয়ক একটি সেমিনারের সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, পুরো পৃথিবীজুড়েই এখন কিছু সমস্যা আছে। এই সমসাময়িক সমস্যাগুলোকে পৃথিবীর অন্যান্য দেশ যেভাবে মোকাবিলা করে, আমরাও একইভাবে মোকাবিলা করবো। আর সমস্যা তো থাকবেই। তবে সমস্যা সমাধানের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে। শ্রীলঙ্কা বা অন্য দেশের উদাহরণ আমাদের জন্য দেওয়ার দরকার নেই। আমাদের নিজস্ব পলিসি আছে এবং পলিসি অনুযায়ী দেশ চলে। আর পলিসিতে যদি কোথাও ঘাটতি থাকে, তবে তা পূরণের জন্য বা আপডেটের জন্য আমরা সব-সময় প্রস্তুত রয়েছি।

আয়োজনে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এ সময় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *