শ্রীলঙ্কা সিরিজ খেলতে চান সাকিব

Share Now..

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি না, তা নিয়ে কদিন ধরে আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত এই সংশয় কেটে গেছে। সাকিব নিজেই জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে সিরিজে তিনি খেলবেন। এর প্রস্তুতি হিসেবে প্রিমিয়ার লিগের সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন তিনি।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব। বুধবার (২০ এপ্রিল) সকালে দেশে আসেন তিনি। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাকিব বলেন, ‘সামনে শ্রীলঙ্কা সিরিজ। তার আগে যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি, তাহলে প্রস্তুতিটা ভালো হবে। প্রায় এক মাস ক্রিকেট খেলতে পারিনি। তাই সুপার লিগের চারটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেই।’

এই তারকা অলরাউন্ডার আরও বলেন, ‘এখন ভালো অনুভব করছি। মনোযোগটা ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা করব পরবর্তী যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।’

আগামী ১৫ মে শুরু হচ্ছে লঙ্কানদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৮ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা দলের। ১৫-১৮ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টেস্ট হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *