ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কৃষকনেতা রফিকুল ইসলামের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি-জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঝিনাইদহ জেলা কমিটি
\ প্রেস বিজ্ঞপ্তি \
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ঝিনাইদহ জেলা ও কালীগঞ্জ থানা কমিটির কোষাধ্যক্ষ কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের ঘিঘাটি গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে ষড়যন্ত্রমূলক মিথ্যায় মামলায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি তোফাজ্জেল হেসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি ডাঃ ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আব্দুস সালাম শাহ ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু প্রমুখ। নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, গত ৬ জুলাই ঘিঘাটি শাহাপুর গ্রামে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি অজ্ঞতনামা দুবৃত্তদের হাতে নিহত হয়। ৭ জুলাই কোন মামলা গ্রহণের পূর্বেই কালীগঞ্জ থানা পুলিশ ঐ ঘটনায় রফিকুল ইসলামকে অন্যায়ভাবে আটক করে ব্যাপক নির্যাতন করে। ৯ জুলাই তাকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করে। এখানে ৭ থেকে ৯ জুলাই আদালতে সোপর্দের পূর্ব পর্যন্ত তাকে অন্যায়ভাবে ব্যাপক শারীরিক নির্যাতন করা হয় বলে জানা যায়। ফলে সে গুরুতর অসুস্থ্যাবস্থায় ঝিনাইদহ কারা হাসপাতালে ভর্তি থাকে। এমতাবস্থায় বৃহস্পতিবার (১১ জুলাই) তাকে রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হয়। শুনানিকালে রফিকুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেললে পুলিশ প্রহরায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে সজ্ঞাহীন অবস্থায় আছে। উল্লেখ্য নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, পুলিশ হেফাজতে একটানা ৭২ ঘন্টা তার উপর শারীরিক নির্যাতনের কারনেই তার শরীরের অবস্থার এই অবনতি ঘটে। নেতৃবৃন্দ রফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সাথে আলমগীর হত্যার প্রকৃত খুনিদের আটক করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।