সংরক্ষিত নারী আসনের প্রতি আগ্রহ রয়েছে অপুর
Share Now..
আগামীকাল রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। যদিও তার এবারের নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সে ভাবনা থেকে সরে এসেছেন। তবে নতুন খবর দিলেন অপু। এবারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার পরিকল্পনা রয়েছে তার।
সংবাদমাধ্যম অনুযায়ী, শুক্রবার বিকেলে খবরটি অপু বিশ্বাস নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সংরক্ষিত আসনের প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে। আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনবো।’
নারীদের নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই এবার মনোনয়ন ফরম ক্রয় করবেন জানিয়ে অপু বলেন, ‘আমি নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করতে চাই। আর এ কারণে আমার সংরক্ষিত আসনের সদস্য হওয়ার আগ্রহ রয়েছে।’