সংলাপে বিশ্বাসী আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

Share Now..
জাতীয়


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেনে, আমাদরে এক নতো বএিনপরি সঙ্গে সংলাপরে কথা বলছেনে। অবশ্যই সংলাপ ও আলোচনার বকিল্প কছিু নইে। আওয়ামী লীগ সংলাপে বশ্বিাসী।বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীর ফায়ার র্সাভসিরে সদর দফতরে রাষ্ট্ররে র্সবোচ্চ স্বীকৃতি স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রাপ্তি উপলক্ষে আয়োজতি অনুষ্ঠান শষেে সাংবাদকিদরে প্রশ্নরে জবাবে তনিি এসব কথা বলনে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলনে, জামায়াতে ইসলামী যহেতেু নর্বিাচন কমশিনরে অনবিন্ধতি দল, সহেতেু তারা সহংিসতা ঘটাতে পারে কনিা তা যাচাই-বাছাই করে ডএিমপি তাদরে সমাবশেরে অনুমতি দবে।ে

রাষ্ট্রদূতরা তাদরে শষ্টিাচার ও বধিনিষিধে মনেে কাজ করবনে বলওে আশা প্রকাশ করনে স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলনে, রাষ্ট্ররে র্সবোচ্চ স্বীকৃতি ফায়ার র্সাভসি সদস্যদরে মনোবল আরও দৃঢ় করব।ে ফায়ার র্সাভসিরে মানোন্নয়নে সব ধরনরে পদক্ষপে নচ্ছিে সরকার। বশ্বিরে সবচয়েে আধুনকি সরঞ্জাম কনো হয়ছেে বলওে জানান তনি।ি

গত ২৩ র্মাচ প্রধানমন্ত্রীর হাত থকেে জনসবোয় অনন্য অবদানরে স্বীকৃতি হসিবেে প্রাপ্ত স্বাধীনতা পুরস্কার-২০২৩ গ্রহণ করনে ফায়ার র্সাভসি ও সভিলি ডফিন্সে অধদিফতররে মহাপরচিালক ব্রগিডেয়িার জনোরলে মো. মাইন উদ্দনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *