সংসদে নতুন বাজটে পাস

Share Now..

জাতীয় সংসদে ২০২৩-২৪ র্অথবছররে জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজটে পাস হয়ছে।ে

সোমবার (২৬ জুন) জাতীয় সংসদে র্সবসম্মতক্রিমে কণ্ঠভোটে এই বাজটে পাস হয়।

এর আগে গত ১ জুন সংসদে ক্ষমতাসীনদরে টানা ১৫তম এবং দশেরে ৫২তম বাজটে পশে করনে র্অথমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ৭ লাখ ৬১ হাজার কোটি ৭৮৫ কোটি টাকার বাজটে ঘোষণা করনে তনি।ি এবার তার বাজটে বক্তব্যরে শরিোনাম ছলি ‘উন্নয়ন অগ্রযাত্রায় দড়ে দশক পরেয়িে র্স্মাট বাংলাদশেরে অভমিুখ।ে’

২০২৩-২৪ র্অথবছররে প্রস্তাবতি বাজটেরে আকার এর আগরে র্অথবছররে চযে়ে ১২ দশমকি ৩৪ শতাংশ বড়। বাজটেটি ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকার প্রাক্কলতি জডিপিরি ১৫ দশমকি ২১ শতাংশ।

এবাররে বাজটেে ঘাটতি ধরা হয়ছেে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জডিপিরি ৫ দশমকি ২ শতাংশ। ঘাটতি মটোতে বদৈশেকি উৎস থকেে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থকেে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা সংগ্রহরে প্রস্তাব করা হয়ছে।ে

রাজস্ব হসিবেে ৫ লাখ কোটি টাকা আদায়রে লক্ষ্যমাত্রা নর্ধিারণ করছেে সরকার। লক্ষ্যমাত্রা অনুসার,ে জাতীয় রাজস্ব র্বোড সংগ্রহ করবে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং অন্যন্য উৎস থকেে সংগ্রহ করা হবে আরও ৭০ হাজার কোটি টাকা।

প্রস্তাবরি বাজটেে ব্যয়রে খাতগুলোর মধ্যে পরচিালন ব্যয় ধরা হয়ছেে ৪ লাখ ৭৫ হাজার ২৮১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *