সচিবালয়ে আটক শিক্ষার্থীর মধ্যে ২৬ জন গ্রেপ্তার
Share Now..
রাজধানী ঢাকায় সচিবালয়ে ঢুকে ‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ২৮ জনকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তালেবুর রহমান বলেন, বিক্ষোভকারী ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেছেন শতাধিক শিক্ষার্থী। গত বুধবার পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করেন তারা।
Get ready to conquer the virtual battlefield Lucky Cola