সজীবের ‘ক্লান্ত লাগে’
Share Now..
এক সময়ের ক্ষুদে গানরাজ সজীব দাস। এখন তিনি ব্যস্ত কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। সম্প্রতি ‘ক্লান্ত লাগে’ শিরোনামে নতুন একটি গানে কাজ করেছেন তিনি।
গানটির কথা লিখেছেন শামীম রেজা। সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীত আয়োজনে মার্সেল।
গানটি সম্পর্কে শামীম রেজা বলেন, ‘সজীবের দারুণ কণ্ঠের ভক্ত আমি ওর ছোটবেলা থেকেই। এখন সে বড় হয়েছে। তার গলার ধার বেড়েছে অনেকগুণ। গানের যেমন সুর-সঙ্গীত আশা করেছিলাম লুৎফর-মার্সেল সেটাই করেছে। আশা করি গানটি ভালো লাগবে সবার।’
সজীব দাস জানান, ‘গান সংশ্লিষ্ট সবাই আমার সিনিয়র, এবং সবাই আমার ভীষণ প্রিয়। তাদের সাথে কাজ করতে পেরেছি, এটাই আমার জন্য বড় প্রাপ্তি।’
এ মাসেই গানটি প্রকাশ পাবে শামীম রেজার ইউটিউব চ্যানেল থেকে।