সড়ক দুর্ঘটনায় আরোহী নিহত, মোটরসাইকেল উধাও

Share Now..


চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে থেকে ট্রাক জব্দ করলেও মোটনসাইকেলটি পায়নি পুলিশ।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাট ও রামগড় সড়কের কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুল্লাহ (১৭) ফেনী জেলার পরশুরাম উপজেলার পূর্ব সাহেবনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

জোরারগঞ্জ থানার এসআই ফারুক হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেঁয়াকোগামী ইটবোঝাই একটি ট্রাক ধাক্কায় বারইয়ারহাটমুখী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আসাদুল্লাহ নিহত হন। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এছাড়া দুর্ঘটনারকবলি ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ঘটনাস্থলে মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

One thought on “সড়ক দুর্ঘটনায় আরোহী নিহত, মোটরসাইকেল উধাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *