সন্তানের জন্য ওষুধ কিনতে বের হওয়া নারীকে গিলে খেল অজগর

Share Now..

এক মাসের ব্যবধানে ইন্দোনেশিয়ায় অজগরের পেট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হলো আরেক নারীকে। দেশটির পুলিশের পক্ষ থেকে বুধবার (৩ জুলাই) বলা হয়েছে, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ফের ঘটেছে এমন ঘটনা।    

পুলিশ বলছে, গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ বাচ্চার জন্য ওষুধ কিনতে যান ৩৬ বছর বয়সী সিরিয়াতি। এরপর থেকে তার আর খোঁজ মিলছিল না। তাই পরিবারের সদস্যরা তাকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। 

একপর্যায়ে সিরিয়াতির স্বামী আদিয়ানসা (৩০) তাদের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তার স্ত্রীর স্লিপারস আর প্যান্ট খুঁজে পান। এর কিছুক্ষণ পরেই তিনি একটি সাপ দেখতে পান। স্থানীয় পুলিশ প্রধান ইদুল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, সাপটি এখনো বেঁচে আছে।  

গ্রামের সেক্রেটারি ইয়াং এএফপি’কে জানান, অজগরের পেট অনেক বড় দেখতে পেয়ে আদিয়ানসার সন্দেহ বেড়ে যায়। এরপর তিনি গ্রামের অনেককে ডাকেন। তারা এসে সাপের পেট কাটে এবং সিরিয়াতির দেহ খুঁজে পাওয়া যায়। 

এর আগেও গত মাসে সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামে ৩ দিন ধরে নিখোঁজ নারীকে সাপের পেট থেকে উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া গত বছর ইন্দোনেশিয়ার সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার এক কৃষককে আট মিটার দৈর্ঘ্যের অজগর সাপ শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল। 

এর আগেও ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে ৫৪ বছর বয়সী এক নারীকে অজগরের পেটে মৃত অবস্থায় পাওয়া যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *