সন্ত্রাসবাদ-অর্থপাচার রোধে পাকিস্তানকে পথ দেখালো ইইউ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সন্ত্রাসবাদ ও অর্থপাচার রোধ করা। পাকিস্তান দীর্ঘদিন এই সংকট মোকাবিলা করে আসছে। এই অবস্থা থেকে বের হতে তাই দেশটিকে ফিনানশিয়াল একশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) নির্দেশিত ধাপগুলো অনুসরণ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিভিন্ন অভিযোগে পাকিস্তানকে ‘গ্রে লিস্ট’ এর আওতাভুক্ত করেছে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান এফএটিএফ। কারণ জাতিসংঘ কর্তৃক ঘোষিত সন্ত্রাসী সংগঠন ও এর নেতাদের বিষয়ে তদন্ত ও বিচারকার্য পরিচালনা করেনি দেশটি। এ প্রসঙ্গে এফএটিএফ-এর প্রেসিডেন্ট ডক্টর মার্কাস প্লেয়ার বলেন, পাকিস্তান আমাদের ‘গ্রে লিস্ট’-এ থাকবে।
ইইউ’র মুখপাত্র ড্যানিয়েল ফেরি বলেন, ‘সন্ত্রাসবাদ ও অর্থপাচার রোধ করা ইউরোপিয়ান কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। তার জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি যা বলেছেন তা আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য অবশ্যই বাজে বক্তব্য। শুধু তাই নয়, তার সেই বক্তব্য পাকিস্তানের স্বার্থের জন্যও বেশ ক্ষতিকর।’
তিনি আরও বলেন, ‘আপনারা হয়তো দেখেছেন সাম্প্রতিক সময়ে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি যা শুধু ইউরোপের জন্যই না বরং বিশ্বের জন্য মঙ্গলজনক। এফএটিএফ-এর সঙ্গে আমরা যৌথ অংশীদারীত্বে কাজ করছি। আশা করছি বিশ্বব্যপী আমরা সন্ত্রাসবাদ ও অর্থপাচার রোধে কাজ করে যেতে পারবো।’