সন্ত্রাসীদের প্রশিক্ষণে আফগান ভূমি ব্যবহৃত হতে পারে: ব্রিটিশ সংসদের গ্রুপ

Share Now..

সন্ত্রাসীদের প্রশিক্ষণে আফগানিস্তানের ভূমি ব্যবহৃত হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ সংসদ সদস্যদের একটি গ্রুপ। তাদের শঙ্কা, পাকিস্তানের চাপে একাজ করতে পারে তালেবান। শনিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক ব্রিটিশ সংসদের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এক বিবৃতিতে এই উদ্বেগ জানায়। বলা হয়, ‘বিশেষ করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ বৃদ্ধিতে আফগানদের পতনের প্রভাব নিয়ে ভারত উদ্বিগ্ন।’
যতক্ষণ না তালেবানদের কাছ থেকে গণতান্ত্রিক শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রতিশ্রুতি না আসে- ততক্ষণ পর্যন্ত তাদের সাহায্য না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এই গ্রুপ। তারা বলেছে, তালেবানদের উপর কূটনৈতিক চাপ থাকা উচিত। কারণ তারা বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে এক ধরণের স্বীকৃতি চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *