সবাইকে সচেতন থাকতে বললেন সাইমন
সাইমন সাদিক। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন বিষয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে। এবার তালেবান ইস্যুতে সবাইকে সতর্ক করলেন সাইমন।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমাদের কিন্তু আজাইরা আবেগ আছে। আমরা কিন্তু না বুইঝা, লাদেনের পক্ষেও মিছিল করেছিলাম! আপনি আপনার সন্তান ও উঠতি ছেলে-মেয়েদের উপর সজাগ দৃষ্টি রাখুন। তারা যেনো কারো প্ররোচনায় দেশবিরোধী কোনো কাজে অংশগ্রহণ না করে। নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন।
সচেতনতামূলক পোস্ট দেওয়ার জন্য অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করেছেন। এমন চিন্তাধারার কারণে নেটাগরিকরা তাকে সাধুবাদ জানাচ্ছেন।প্রসঙ্গত, গেলো ১ আগস্ট করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন সাইমন সাদিক। টিকা গ্রহণের পাঁচ দিনের মাথায় জ্বর অনুভব করেন তিনি। করোনা টেস্ট করান সাইমন, রিপোর্ট পজিটিভ আসে। তবে এখন তিনি সুস্থ আছেন, আগের চেয়ে বেশ ভালো আছেন।