সব সংস্করণের অধিনায়ক হওয়ার সামর্থ্য আছে: শান্ত

Share Now..

চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাই দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার নাজমুল হাসান শান্ত। কিউইদের বিপক্ষে দেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে বাঁহাতি এই ব্যাটারের। দায়িত্ব পেলে সব সংস্করণের নিয়মিত অধিনায়ক হওয়ার জন্য পুরোপুরি তৈরি বলে জানিয়েছেন শান্ত।

সোমবার (২৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘অধিনায়ক তো অধিনায়কই। সব সংস্করণের জন্যই, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে, ওই সামর্থ্য আমার আছে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘দলের এই অবস্থায় আমার মনে হয়, যে-ই অধিনায়ক হবে, সে যদি লম্বা সময়ের জন্য, তাহলে তার পরিকল্পনা করাটা সুবিধা হবে। সামনে যে-ই আসবে, আমি মনে করি, ও যদি যথেষ্ট সুযোগ পায়, সে অনেক ভালো কিছু করবে এবং তার পরিকল্পনা করতে সুবিধা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *