‘সমস্ত যুদ্ধ জয় করে আসা মানুষটাও ওই এক নিবেদিত প্রেমের কাছে হেরে যায়’
চিত্রনায়িকা পরীমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।
এদিকে জামিন পাওয়ার পর স্যোশাল মিডিয়ায় বেশ সরব থাকতে দেখা যাচ্ছে পরীমণিকে। একের পর এক নিজের অনুভূতির জানান দিয়ে যাচ্ছেন ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরের দিকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন পরী। পরী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সমস্ত যুদ্ধের ময়দান জয় করে আসা মানুষটাও যে ওই এক নিবেদিত প্রেমের কাছে হেরে যায়’।
জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমে পরীমণি বলেন, ‘শুরু থেকেই আইনের ওপর শ্রদ্ধাশীল ছিলাম, এখনও আছি। আইনের ওপর বিশ্বাস ছিল। আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন- তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল, সেটা ঘুচে গেছে। সবাইকে ধন্যবাদ।’
গত সপ্তাহে কলকাতায় পরীমণির ফেলুবক্সি মুক্তি পেয়েছে। এতে তিনি লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন।
Hi everyone, it’s my first visit at this site, and paragraph is truly
fruitful in favor of me, keep up posting such posts.
https://professionals.beauty/blog/krasiteli-v-kosmetike-polnoe-rukovodstvo/
https://professionals.beauty/blog/ee-krem-polnoe-rukovodstvo/