সম্পর্ক জোড়ায় রাজি ইরান-সৌদি: বিশ্বের প্রতিক্রিয়া

Share Now..


প্রায় সাত বছর স্থগিত থাকার পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে সৌদি আরব ও ইরান। চীনের মধ্যস্থতায় কয়েকদিনের আলাপ-আলোচনার পর অবশেষে দূতাবাস খুলতে সম্মত হয় দুই দেশ। এটা বলার অপেক্ষা রাখে না যে মধ্যপ্রাচ্যের দুই তেলসমৃদ্ধ ও মুসলিম অধ্যুষিত দেশের এই মিলন বিশ্বব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন দেশ ইতোমধ্যে এ বিষয়ে তাদের মতামত জানিয়েছে। খবর আল-জাজিরার।

চীন
বর্তমান অস্থিতিশীল বিশ্বে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাকে একটি ‘বড় খবর’ বলে অভিহিত করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কূটনীতিক ওয়াং ই জানিয়েছেন, শান্তি ও সংলাপের জন্য এটি একটি ‘জয়’।

যুক্তরাষ্ট্র
সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ইরানের সঙ্গে সঙ্গে দা-কুমড়ার সম্পর্ক যুক্তরাষ্ট্রের। এ ধরনের দুইটি দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ইরানের সঙ্গে আলোচনার কথা ওয়াশিংটনকে জানিয়েছে

তবে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল না। ডি-এস্কেলেশন ও কূটনৈতিক আলোচনা প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির মূল ভিত্তি বলে জানান তিনি।

ইরাক
ইরাক ২০২১ সাল থেকে সৌদি আরব ও ইরানের মধ্যে বেশ কয়েকটি পুনর্মিলন আলোচনার আয়োজন করেছে। তারা সফল হয়নি। ইরাক চীনের মধ্যস্থতামূলক প্রচেষ্টার সাফল্যকে স্বাগত জানিয়েছে। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো।
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরান-সৌদি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এটি সম্ভব করতে চীনের ভূমিকাকেও তিনি স্বাগত জানিয়েছেন। আনোয়ার জানিয়েছেন, আমিরাত এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ইতিবাচক যোগাযোগ ও সংলাপের গুরুত্বে বিশ্বাস করে।ইয়েমেনের হুথি বিদ্রোহী
ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আন্দোলনের প্রধান আলোচক মোহাম্মদ আবদুলসালাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক দরকার। বিদেশি হস্তক্ষেপের কারণে হারানো নিরাপত্তা পুনরুদ্ধার করতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রয়োজন।

লেবাননের হিজবুল্লাহ
লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ জানিয়েছেন, তার সমর্থক ইরান ও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার ‘ভালো অগ্রগতি’।

ওমান
ওমান রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রবর্তনের যৌথ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটা প্রত্যেকের জন্য একটি জয়। এই পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকে উপকৃত করবে।

কাতার
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি পুনর্মিলন চুক্তিকে স্বাগত জানাতে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের ডেকেছেন।

মিশর
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো আশা করছে, ইরান-সৌদি চুক্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে।

বাহরাইন
চীনের পৃষ্ঠপোষকতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের চুক্তিকে স্বাগত জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্ক
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের সঙ্গে চুক্তির পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *