সম্পর্ক ভাঙার দীর্ঘবছর পর সামনাসামনি দেব-শুভশ্রী

Share Now..

এক সময় টলউিডরে দুই সুপারস্টার দবে এবং শুভশ্রীর খোলামলো প্রমেরে কথা সবারই জানা। সে সর্ম্পক ভাঙার পর দুজনইে ব্যক্তগিত জীবনে সুখইে আছনে। এবার বচ্ছিদেরে র্দীঘবছর পর সামনাসামনি হলনে প্রাক্তন এই জুট।ি সম্প্রতি একটি আওযর়্াড অনুষ্ঠানে ওটটিি প্লাটর্ফমে মুক্তপ্রিাপ্ত ‘ইন্দুবালা ভাতরে হোটলে’ সরিজিরে জন্য শুভশ্রীকে সরো অভনিত্রেীর পুরস্কার তুলে দনে দবে।

হন্দিুস্তান টাইমস বাংলার প্রতবিদেন অনুযায়ী, শনবিার এক অ্যাওর্য়াড অনুষ্ঠানে মঞ্চে শুধু পাশাপাশি নয়, শুভশ্রীকে সম্মান জানয়িছেনে দবে। টভিি নাইন বাংলার অ্যাওর্য়াডে ‘ইন্দুবালা ভাতরে হোটলে’-এর জন্য সরো অভনিত্রেীর (ওটটি)ি পুরস্কার পয়েছেনে শুভশ্রী, আর দবে সইে পুরস্কার তুলে দলিনে রাজ ঘরণীর হাত।ে

এদকিে সোশ্যাল মডিয়িায় ভাইরাল হওয়া ভডিওিতে দখো গছেে শুভশ্রীর হাতে সরো অভনিত্রেীর পুরস্কার তুলে দওেয়ার সময় হাতে হাত মলিযি়ে হ্যান্ডশকে করছেনে দবে।

অনুষ্ঠানে শফিন শাড়রি সঙ্গে স্লভিলসে ব্লাউজে ঝলমলে ছলিনে শুভশ্রী। খোলা চুল আর মানানসই মকেআপে দ্যুতি ছড়াতে দখো গছেে তাক।ে পাশে আসমানি নীল র্শাট আর কালো ব্লজোর আর প্যান্টে হাসমিুখে দাঁড়য়িে দছিনে দবে। প্রাক্তন জুটকিে মঞ্চে দখেে ভক্তরা খুশ।ি

প্রসঙ্গত দবে শুভশ্রীর সর্ম্পক ভাঙার পর তারা একে অপররে সাথে বন্ধুত্ব তো দূররে কথা, কথা বলা র্পযন্ত বন্ধ করে দযি়ছেলিনে। তবে দুজনইে একই ইন্ডাস্ট্ররি অংশ হওয়ায় এখন মাঝমেধ্যইে বভিন্নি র্পাটি কংিবা অ্যাওযর়্াড ফাংশনে এক ফ্রমেে ধরা পড়নে দুজনইে। আর সইে সুবাদইে একে অপররে সাথে শুধুমাত্র সৌজন্যতাটুকু বজায় রখেছেনে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *