সরকারি চাকরি পাবে না নিষিদ্ধ সংগঠনের সদস্যরা
নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ কথা বলেন তিনি।ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে, সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আসন্ন সার্কুলারগুলোয় সংখ্যাগত দিক থেকে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুষ দিয়ে নিয়োগ-বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর। নিয়োগের জন্য ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন।’ এর আগে, বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।
Get ready to conquer the virtual battlefield Lucky Cola
KennedyThompson left its board in April after receiving just narrowmajorities of shareholder votes cheap cytotec without a prescription Ceccarelli, C