সরানো হলো ‘পিলার অব শেম’ ভাস্কর্য

Share Now..

হংকং বিশ্ববিদ্যালয়ে তিয়েনআনমেন স্কয়ার গণহত্যার স্মরণে থাকা ভাস্কর্য ‘পিলার অব শেম’ সরানো হয়েছে। ২৪ বছর ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল। এখন থেকে তা নিজেদের স্টোরেজে রাখা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ‘পিলার অব শেম’ ভাস্কর্যটি মূলত ১৯৮৯ সালে চীনা কর্তৃপক্ষের হাতে নিহত গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মীদের মরদেহ স্তূপাকারভাবে দেখানো। হংকংয়ের ওই স্মরণীয় ঘটনায় এখনো অবশিষ্ট আছে এমন গুটি কয়েক স্মৃতিস্তম্ভের মধ্যে এটিও একটি ছিল, যা চীনের জন্য খুবই স্পর্শকাতর।

রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বেইজিংয়ের প্রতিনিয়ত দমন-পীড়নের মধ্যেই এটি সরিয়ে নেওয়া হলো।

গত অক্টোবরে এই ভাস্কর্যটি সরানোর প্রাথমিক নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় জানায়, বৃহৎ স্বার্থে ঝুঁকি মূল্যায়ন এবং বাহ্যিক আইনি পরামর্শের ভিত্তিতে বহু বছরের পুরনো এই ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *