সাইফকে ছুরিকাঘাত, মুখ খুললেন কারিনা

Share Now..

দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান ছিলেন একেবারেই নীরব। যদিও তার বক্তব্যের জন্য অপেক্ষায় ছিলেন তার ভক্ত-অনুরাগীরা।

অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর খান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে তিনি জানান, তাদের পরিবারের জন্য দিনটি অবিশ্বাস্যরকমের চ্যালেঞ্জিং ছিল। তারা এখনও ঘটে যাওয়া ঘটনাগুলো বোঝার চেষ্টা করছেন, কঠিন সময় পার করছেন। সে সময় তিনি বিভিন্ন গুজব এবং টানা কাভারেজ থেকে বিরত থাকার জন্য মিডিয়া-পাপারাজ্জিদের বিনীতভাবে অনুরোধ করেন। কিছুটা সময় চেয়ে কারিনা কাপুর খান বলেন, ভক্তদের উদ্বেগ ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু এই পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অতিমাত্রার মনোযোগ তাদের নিরাপত্তা আরও ঝুঁকিতে ফেলছে। কারিনা সে সময় তার পরিবারকে স্থির হওয়ার জন্য, পরিস্থিতি মোকাবেলার জন্য ভক্তদের থেকে প্রয়োজনীয় সময় চেয়ে নেন।

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে সাইফ আলি খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। স্টাফ নার্স লিমার চিৎকারে ঘুম ভাঙে সাইফের। এরপর ওই দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি হয় তার। একপর্যায়ে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সাইফকে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রাখা রয়েছে তাকে। দুই-একদিনের মধ্যে ওয়ার্ডে স্থানান্তর করার আশা ব্যক্ত করেছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *