সাকিবকে একহাত নিলেন শেবাগ

Share Now..


টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ৫ রানের আক্ষেপে পুড়েছে বাংলাদেশ। ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। প্রথম ৭ ওভারের উইকেট না হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এসময় বৃষ্টি নামে। বৃষ্টির পর ১৫ ওভারে ১৫১ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানে হেরে যায় বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানের কারণেই বাংলাদেশ হেরেছে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।ক্রিকবাজের এক অনুষ্ঠানে শেবাগ বলেন, ‘সাকিবের অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলা উচিত। শান্ত আগে আউট হয়েছে। আর সাকিবও আউট হলো একই ওভারে। তারা দ্রুত দুটো উইকেট খুইয়ে বসেছিল। টি-২০ তে ১০ বলে ২০ রানের একটা জুটিও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।’

সাকিব ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে আসিনি, ভারত জিততে এসেছে। এই ম্যাচে তাই তারাই ফেভারিট। তাদের যদি হারাতে পারি, তাহলে বিষয়টা আপসেট হবে। সেটা করতে পারলে বেশ খুশি হবো।’

সাকিবের এমন বোকার মতো কথা বলে অ্যাখ্যা দেন শেবাগ। বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে যেভাবে খেলেছে সেভাবে সাকিবের খেলা উচিত ছিলো বলে মন্তব্য করে শেবাগ আরও বলেন, ‘বোকার মতো কথা না বলে তার উচিত ছিল তার দলকে বিপদমুক্ত করা। আমার বিশ্বাস, অধিনায়ক একটা ভুল করেছে, তার অভিজ্ঞতা আছে। সে তার দায়িত্ব বুঝে নিতে হবে, শেষ পর্যন্ত খেলতে হবে। কোহলি যেমন খেলেছে।’

One thought on “সাকিবকে একহাত নিলেন শেবাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *