সাকিববিহীন উজ্জ্বল বাংলাদেশ
হতাশার এক বিশ্বকাপ কাটিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে সেমিফাইনালের আশা নিয়ে টুর্নামেন্টে এসেছিল বাংলাদেশ। তবে নিজেদের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ৮ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেয় বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বেশ কিছু সমীকরণ নিয়ে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।
ইনজুরির কারণে অজিদের বিপক্ষে নেই টাইগারদের নিয়িমিত অধিনায়ক সাকিব। আর এই ম্যাচেই বিশ্বকাপে নিজেদের সেরা ব্যাটিং প্রদর্শন করেছে বাংলাদেশ। শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যা চলতি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
চলতি বিশ্বকাপে দলকে সবচেয়ে বেশি ভুগিয়েছে বাজে ব্যাটিং। বিশেষ করে প্রতি ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তন বিপদে ফেলেছে বাংলাদেশকে। মূলত দলের ব্যাটিং অর্ডারে সবচেয়ে বেশি প্রভাব রাখতেন অধিনায়ক সাকিব। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙ্গুলের চোটের কারণে ছিটকে যান সাকিব। আর তাই দেশে ফেরেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের না থাকার দিনে নিজেদের ব্যাটিং সামর্থ্য দেখিয়েছেন টাইগার ব্যাটাররা।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করেন এই দুই ব্যাটার। তারা ইনিংস বড় করতে পারেননি। তবে এই দিন রানের দেখা পেয়েছেন সব ব্যাটাররা। নাজমুল হাসান শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। তা না হলে, আরও বেশি রান যোগ হতো টাইগারদের স্কোরবোর্ডে তা বলায় যায়।