সাকিবের ঘূর্ণিতে ফিরলেন করুণারত্নে
লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে জোড়া জীবন পেয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। ধীরে ধীরে যাচ্ছিলেন ব্যক্তিগত সেঞ্চুরির দিকে। তবে তার সেই আশা পূরণ করতে দিলেন না সাকিব
আল হাসান।
ঢাকা টেস্টের তৃতীয় দিনের দশম ওভারেই করুনারত্নের বাঁধ ভাঙলো সাকিবের ঘূর্ণিজাদুতে। ফ্লাইটেড ডেলিভারিতে লঙ্কান অধিনায়ককে বোকা বানিয়ে মিডল স্ট্যাম্প ভেঙে দিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৮০ রান করেছেন করুনারাত্নে।
এর আগে তৃতীয় দিনের শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই প্রথম আঘাত হানলেন ডানহাতি পেসার এবাদত হোসেন। আগেরদিন নাইটওয়াচম্যান হিসেবে নামা কাসুন রাজিথাকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৯ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৭৬ রান। অধিনায়ককে হারানোর পর এখন উইকেটে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভা।