সাকিবের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে দেশের ক্রিকেট আরও উপকৃত হতো: তামিম

Share Now..

বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক সময় একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই দুই ক্রিকেটার। তবে এখন তা শুধুই অতীত। বন্ধুত্ব তো নেই, এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব এখন সবার জানা। সাকিবের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশের ক্রিকেট আরও উপকৃত হতো বলে মনে করেন তামিম।

ভারতের ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টার’কে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তামিম। সাকিবের সঙ্গে সম্পর্কের অবনতি না হলে ক্রিকেটের জন্য আরও ভালো হতো কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে। আমি বিশ্বাস করি, যদি আমাদের সুসম্পর্কটা দীর্ঘস্থায়ী হতো, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য গেম-চেঞ্জার হিসেবে কাজ করত। আমরা দেশের জন্য অনেক দারুণ কিছু করেছি। দুজনেরই ইতিবাচক মানসিকতা ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেরাটাই করতে চেয়েছি।’সাকিব দেশের বড় তারকা উল্লেখ করে সাবেক এই টাইগার অধিনায়ক আরও বলেন, ‘সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে যে কেউ কাউকে আঘাত করবেন না। শেষ পর্যন্ত আপনারা তো দেশের জন্যই খেলছেন। আমি কোনো গণমাধ্যমে বা সরাসরি তাকে (সাকিব) কিছু বলিনি। কারও সম্পর্কেই বলিনি। যা হোক, অবশ্যই বিশ্বাস করি, সাকিব বাংলাদেশের জন্য যা করেছে, অসাধারণ। সম্পর্ক যেমনই থাকুক, ওটা অস্বীকার করা যাবে না। সে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *