সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করে ‘ভিলেন’ হলেন অভিনেতা

Share Now..

ভারতের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত ৬ নভেম্বর মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ‘টাইমড আউট’ হতেই একাংশের চরম আক্রমণের মুখে পড়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটের আইন মেনেই আম্পায়াররা আউট দেন শ্রীলঙ্কার অলরাউন্ডারকে, কিন্তু ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন হওয়ায় নেটপাড়ায় হঠাৎ করেই ভিলেন সাকিব। তা নিয়ে অনেকেই নিজের মত প্রকাশ করেছেন।

পিছিয়ে থাকেননি পশ্চিম বাংলার টিভি অভিনেতা রুবেল দাসও। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ক্রিকেট টিম তথা সাকিবকে নিয়ে একটি পোস্ট দিয়ে তা আবার মিনিট কয়েক পরেই মুছে দেন রুবেল। কিন্তু ততক্ষণে জনপ্রিয় এ অভিনেতার পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। পুরো ঘটনায় মর্মাহত হন অভিনেতার বাংলাদেশি ভক্তরা। অনেকে আবার পালটা ট্রোল করা শুরু করেন রুবেলকে। 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, এ সম্পর্কে রুবেল জানান, ‘হ্যা, পোস্টটা আমিই করেছিলাম। ওটা কোনও ফেক আইডি নয়। যে যার বক্তব্য সে তার মতো কর বলছে। আলাদা করে এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার মনে হয়েছে, আমি নিজের বক্তব্য বলেছি। বাংলাদেশের অনেকেও এই বিষয়টাকে (টাইমড আউট) সাপোর্ট করেনি।’ গোটা ঘটনা নিয়ে আচমকাই বাংলাদেশে ভিলেন হয়ে গেছেন রুবেল। 

অভিনেতার কথায়, ‘হয়ত বাংলাদেশের অনেকের আমার কথা পছন্দ হয়নি,আমি সেখানে আলাদা করে সেটা কাউন্টার করে কিছু বলতে চাই না। সবার অধিকার রয়েছে নিজের মতামত রাখার। তারা তাদের মতামত রাখছে। আমি সেটার প্রেক্ষিতে কিছু বলতে চাই না।’

রুবেলের ভাইরাল পোস্টে দেখা যায় সেখানে লেখা আছে, ‘ছি ছি ছি! বাংলাদেশ ক্রিকেট টিমের লজ্জা হওয়া উচিত। কোথায় গেল ক্রিকেটের স্পিরিট, কোথায় গেল স্পোর্টসম্যানশিপ, কোথায় গেল জেন্টালসম্যান গেম? শুধুমাত্র চ্যাম্পিয়ানশিপ ট্রফি খেলবি বলে এত নীচে নামতে পারিস তোরা, আর নিজেদের তুলনা করিস ভারতীয় ক্রিকেট টিমের সাথে? (হাসির ইমোজি)’

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির প্লেয়িং কন্ডিশনে ৪০.১ ধারা অনুযায়ী, কোনও ব্যাটার যদি আউট হয়ে যান বা রিটায়ার হয়ে যান, তাহলে নয়া ব্যাটারকে (নয়া ব্যাটার যদি স্ট্রাইকে থাকেন) দুই মিনিটের মধ্যে খেলতে হবে। অর্থাৎ স্ট্রাইক নিয়ে বল খেলতে হবে নয়া ব্যাটারকে। যদি সেই দু’মিনিটের সময়সীমা পেরিয়ে যায়, তাহলে তাকে আউট দেওয়া হবে। সেই নিয়ম মেনেই ওইদিন আউট দেওয়া হয় অ্যাঞ্জেলো ম্যাথিউজকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *