সাকিব-রাসেলদের নিয়ে রোমাঞ্চিত হোয়াটমোর

Share Now..


গ্লোবাল টি-টোয়েন্টিতে আসন্ন আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে দলে আরেক বড় নাম ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, রয়েছেন ক্রিস লিনের মতো টি-টীয়েন্টি স্পেশালিস্ট। এবার সেই দলের কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক গুরু ডেভ হোয়াটমোরস্কোয়াডে এমন তারকাদের পেয়ে বেশ রোমাঞ্চিত হোয়াটমোর। তিনি জানান, ড্রাফটে আমরা দারুণ একটি দল বানিয়েছি। এ কারণে আমরা খুব বেশি রোমাঞ্চিত। শুধুমাত্র সংখ্যা আর পরিসংখ্যান ছাড়াও সফল দল বানানো যায়। এক্ষেত্রে শুধু সেই বিশেষ গুণগুলো খুঁজে বের করতে হয় যারা ম্যাচ ঘুরিয়ে দিতে জানে।

টাইগারদের সাবেক এই গুরুর আরও বলেন, কোচ হিসেবে আমার দায়িত্ব দলের সবকিছুর প্রতি নজর রাখা। আমরা প্রতিভাবানদের পরিচর্যা করতে চাই, তাদের সুযোগ দিতে চাই এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে সব ক্রিকেটারই মানিয়ে নিতে পারে।

মন্ট্রিয়াল টাইগার্স স্কোয়াড: সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস লিন, অনুপ চিমা, জহির খান, মুহাম্মদ ওয়াসিম, ম্যাথু স্পুর্স, আকিফ রাজা, আয়ান খান, দিপেন্দ্র আরি, কলিম সানা, বুপেন্দ্র সিং, শ্রীমানথা রত্নে, দিলপ্রিত সিং, শারফানে রাদারফোর্ড এবং মুহাম্মদ আব্বাস আফ্রিদি।সাকিব-রাসেলদের নিয়ে রোমাঞ্চিত হোয়াটমোর
গ্লোবাল টি-টোয়েন্টিতে আসন্ন আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে দলে আরেক বড় নাম ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, রয়েছেন ক্রিস লিনের মতো টি-টীয়েন্টি স্পেশালিস্ট। এবার সেই দলের কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক গুরু ডেভ হোয়াটমোরস্কোয়াডে এমন তারকাদের পেয়ে বেশ রোমাঞ্চিত হোয়াটমোর। তিনি জানান, ড্রাফটে আমরা দারুণ একটি দল বানিয়েছি। এ কারণে আমরা খুব বেশি রোমাঞ্চিত। শুধুমাত্র সংখ্যা আর পরিসংখ্যান ছাড়াও সফল দল বানানো যায়। এক্ষেত্রে শুধু সেই বিশেষ গুণগুলো খুঁজে বের করতে হয় যারা ম্যাচ ঘুরিয়ে দিতে জানে।

টাইগারদের সাবেক এই গুরুর আরও বলেন, কোচ হিসেবে আমার দায়িত্ব দলের সবকিছুর প্রতি নজর রাখা। আমরা প্রতিভাবানদের পরিচর্যা করতে চাই, তাদের সুযোগ দিতে চাই এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে সব ক্রিকেটারই মানিয়ে নিতে পারে।

মন্ট্রিয়াল টাইগার্স স্কোয়াড: সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস লিন, অনুপ চিমা, জহির খান, মুহাম্মদ ওয়াসিম, ম্যাথু স্পুর্স, আকিফ রাজা, আয়ান খান, দিপেন্দ্র আরি, কলিম সানা, বুপেন্দ্র সিং, শ্রীমানথা রত্নে, দিলপ্রিত সিং, শারফানে রাদারফোর্ড এবং মুহাম্মদ আব্বাস আফ্রিদি।

541 thoughts on “সাকিব-রাসেলদের নিয়ে রোমাঞ্চিত হোয়াটমোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *