সাজেকে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ৬
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী চাঁদের গাড়ি পাহাড়ী খাদে পড়ে মোহাম্মদ সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটকের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৬ পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা।বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাহাড়ি খাদে পরে যায় গাড়িটি। আহতরা হলেন- মনিয়ামুন (২৯), ঢাকা রামপুরা, বর্না আক্তার (৩২) ঢাকা রামপুরা, নুর নাহার (২৫) ঢাকা মিরপুর, লিটু (৩২) ঢাকা রামপুরা, দিদার হোসেন (২৬) ঢাকা আশুলিপরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে আরেকটি চাঁদের গাড়িযোগে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়া মাত্র উদ্ধার অভিযান শুরু করি। দুর্ঘটনা কবলিত পর্যটকরা ঢাকার বাসিন্দা বলে জানা যায়।
Top strategies for winning every game Lucky Cola