সাড়ে ৮ হাজার আনসার মোতায়েন
Share Now..
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ হাজার ৫০০ আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বাহিনীটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনসার ব্যাটালিয়ন সদস্যদের ২৯ ডিসেম্বর শুক্রবার থেকে সারা দেশে মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি ২০২৪ পর্যন্ত নির্বাচনিকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থেকে ২৫০ প্লাটুন ও ৭৫০ সেকশনে তারা দায়িত্ব পালন করবেন।
নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যগণ রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মোবাইল বা স্ট্রাইকিং বা স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।