সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস অনুষ্ঠিত

Share Now..

\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি \
সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবার) ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পুলিশ সুপার সড়ক দুর্ঘটনা রোধকল্পে স্কুল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন নিরাপদ জায়গা দিয়ে রাস্তা পার হতে হবে, ট্রাফিক সাইন/সিগন্যাল মেনে চলতে হবে, মোটরযান চালনাকালে মোবাইল/ ইয়ারফোন ব্যবহার করা যাবে না, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো যাবে না। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রনয় বিশ্বাস, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, কে.এম মাহবুব কবির, সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ, সাতক্ষীরা রশিদ হাসান খান চৌধুরী, প্রধান শিক্ষক, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় ও
শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *