সাতক্ষীরার কালিগঞ্জের পারুলগাছায় বন্যাদুর্গতদের সাহায্যার্থে ফুটবল ম্যাচে শ্যামনগরের জয়

Share Now..

\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি \
বন্যাকবলিত অসহায় মানুষের সহায়তার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। পারুলগাছা প্রগতি সংঘের আয়োজনে ও ক্রীড়া সংগঠক মেহেদী হাসান বাবুর সার্বিক তত্ত¡াবধানে শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পারুলগাছা ফুটবল মাঠে আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করেছে পিডিকে মিতালী সংঘ ও শ্যামনগর ফুটবল একাডেমি। তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় শ্যামনগর ফুটবল একাডেমি ২-১ গোলের ব্যবধানে পিডিকে মিতালী সংঘকে পরাজিত করে। শ্যামনগর ফুটবল একাডেমির নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার আলমগীর হোসেন রানা ও পিডিকের পক্ষে অংশগ্রহণ করেন আকরামুজ্জামান লিটন। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন শহিদুল ইসলাম, লাল্টু ও শিমুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির একাংশের সদস্যসচিব জাহাঙ্গীর আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক নিয়াজ কওছার তুহিন, সিনিয়র সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আলমগীর হোসেন, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, বেলাল হোসেন, ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি জিএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান খান, একাংশের সাধারণ সম্পাদক মারুফবিল্যাহ, ইউপি সদস্য গোলাম রব্বানী, ক্রীড়া সংগঠক সাবেক ফুটবলার অসীম রায়, সিনিয়র শিক্ষক দীপংকর সরদার প্রমুখ। খেলার মধ্যভাগে স¤প্রতি অনুর্দ্ধ ২০ সাফজয়ী দলের খেলোয়াড় আসাদুল মোল্যাকে কালিগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশন ও পারুলগাছা প্রগতি সংঘের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। ধারাভাষ্যকার ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক। প্রসঙ্গত, সব খেলোয়াড়, ক্লাব কতৃপক্ষ, রেফারী, ধারাভাষ্যকারসহ সংশ্লিষ্ট সবাই পারিশ্রমিক ছাড়াই ম্যাচের কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *