সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

Share Now..

সাতক্ষীরায় প্রায় এক সপ্তাহ পর সংক্রমণের হার পঞ্চাশের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৪৩ দশমিক ১০ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ আরও ৬ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় তিনজন এবং করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাতক্ষীরায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭৪ জনে।
এদিকে, বৃষ্টির মধ্যে চলছে তৃতীয় সপ্তাহের চতুর্থ দিনের লকডাউন। লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করে মানুষ হাট বাজারে ভিড় করছেন। দুপুরের দিকে শহরের সুলতানপুর বড়বাজারে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

One thought on “সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *