সাতক্ষীরা কালিগঞ্জের নলতা কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ
Share Now..
\ সাতক্ষীরা থানা প্রতিনিধি \
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও কলেজের শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা কলেজের দুর্নীতিবাজ ও শিক্ষা ব্যবসায়ী অধ্যক্ষ তোফায়েল আহেমেদের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন ¯েøাগান দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ক মো. রনি শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়ক হামিদুল ইসলাম, মো. সোহান, মো. নাঈম, মো. ইকবাল হোসেন, মারুফ বিল্লাহ, মেহেরাব হোসেন হোসেন প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণের দাবি জানান এবং অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারী দেয়া হয়।
Web 版Skype 是享受您在傳統型應用程式中熟悉的Skype 功能最簡單的方法,而不需要下載。 您可以登入Web 版Skype 然後立即開始聊天。https://www.skypeie.com