সাতক্ষীরা জেলার দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

Share Now..

\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি \
সোমবার ৯ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। যোগদানকালে নবাগত পুলিশ সুপার মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা পুলিশ, সাতক্ষীরার একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর নবাগত পুলিশ সুপার মহোদয় কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) জনাব মোঃ আমিনুর রহমান সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *