সাতক্ষীরা পুলিশ সুপার স্বপদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও প্রেস কনফারেন্স

Share Now..

\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি ::
সাতক্ষীরার রাজ পথে ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয় এটি সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের মন জয় করা একজন প্রজাতন্ত্রের কর্মচারী মানবিক পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীর সাতক্ষীরায় পূর্ণবহাল রাখার দাবিতে আন্দোলন। আজ সাতক্ষীরার গণমানুষের মন জয় করা বর্তমান পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দীকিকে বদলি আদেশ স্থগিত করে পদে সাতক্ষীরায় বহাল রাখার দাবি জানিয়েছেন সাতক্ষীরা ছাত্র-জনতা বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন ও প্রেস কনফারেন্স করেছেন ছাত্র জনতা। মানববন্ধন ও প্রেস কনফারেন্সে বদলি আদেশ স্থগিতের জন্য এক দফা দাবি করা হয়েছে এ সময়ে সাতক্ষীরার খুলনা রোর্ড মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্র জনতা আন্দোলন করেন। আন্দোলন কালিন সময়ে জেলার পুলিশ সুপার হিসাবে মতিউর রহমান সিদ্দিকীর কড়া পদক্ষেপে একজন ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়নি। যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরা সদর থানা সহ কিছু স্থাপনা ভাংচুর করে লুটপাট করে দুর্বৃত্তা। এতকিছু ঘটে যাওয়ার পরও একটি গুলি পড়েনি ছাত্র জনতার বুকে তখন থেকেই সাতক্ষীরার আপামর জনতার হৃদয়ে স্থান করে নেন সাতক্ষীরার বর্তমান পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী। সম্প্রতি দেশব্যাপি উপদেষ্টা সরকার বিভিন্ন জেলায় পুলিশ সুপার বদলি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারকেও বদলি করা হয়, তাতেই ফুসে ওঠে সাতক্ষীরার ছাত্র জনতা। সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরায় পূর্ণবহাল রাখার জন্য রাস্তায় নেমে এসেছেন সাতক্ষীরার আপামোর ছাত্র জনতা। তারা মনে করেন বিগত দিনের চাইতে বর্তমান সময়ের সাতক্ষীরা জেলা পুলিশ সুপার অত্যন্ত মানবিক হৃদয়বান ব্যক্তি। বাস্তবেও তার নমুনা দেখেছেন সাতক্ষীরার জনগণ। এজন্য মানবিক পুলিশ অফিসার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীকে সাতক্ষীরায় যেন পূর্ণবহাল রেখে সাতক্ষীরা আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করতে পারেন তার জন্য প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোর দাবি জানিয়েছেন সাতক্ষীরার আপামোর জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *