সাত কবির কবিতা কনসার্টে মুগ্ধ শ্রোতারা

Share Now..

শুক্রবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হলো আজব প্রকাশের কবিতা কনসার্টের প্রথম আয়োজন। রাজধানীর কাঁটাবনে অবস্থিত পাঠক সমাবেশ কেন্দ্রে এই আয়োজন শুরু হয় বিকেল সাড়ে পাঁচটায়। এই কনসার্টে অংশ নেন আজব প্রকাশের সাতজন কবি। তারা হলেন-তানবীর সাজিব, মাহবুব জামিল পুলক, ফারহান আবিদ, সাকী আহমদ, জয় শাহরিয়ার, ফাহিম হাসান ও ইথার আখতারুজ্জামান।

অভিনব এই আয়োজনে সাত কবির প্রকাশিত ও অপ্রকাশিত কবিতা পাঠ করেন কবিরা এবং কয়েকজন বাচিক শিল্পী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ফারহান আবিদ।

এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে অন্যতম উদ্যোক্তা ও সঞ্চালক কবি ফারহান আবিদ বলেন, ‘কবিতা প্রকাশ করেই তো আসলে কবি বা প্রকাশনার দায় শেষ হয়ে যায় না। কবিতা পাঠকের কাছে পৌঁছে দেয়া খুব গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই এই আয়োজন যেখানে পাঠক ও কবির মিথস্ক্রিয়া ঘটবে।’

আজব প্রকাশের স্বত্ত্বাধিকারী ও আয়োজনের অন্যতম অংশগ্রহণকারী সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘আসলে কনসার্ট বলতেই আমরা রক মিউজিকের আয়োজন মনে করি। কনসার্টের শব্দার্থ হলো মিলনমেলা। তাই কবি, কবিতা ও পাঠকের মিলনমেলার আয়োজন এই কবিতা কনসার্ট। আজকের আয়োজনের পাঠক ও শোতাদের বিপুল সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করছি আজব প্রকাশ নিয়মিত এই কবিতা কনসার্ট আয়োজন করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *