সাদমান-জাকিরের ব্যাটে উড়ন্ত সূচনা বাংলাদেশের
Share Now..
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। দলে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। এই দুই ব্যাটারের ব্যাটে বিনা উইকেতে ৩৬ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে টাইগাররা।
১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন দুই টাইগার ওপেনার সাদমান ও জাকির। বেশি আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জাকির। ২ ছক্কা ও ১ চারে ২১ বলে ২৭ রানে অপরাজিত আছেন জাকির। অন্যদিকে ১৫ বলে ৮ রানে অপরাজিত আছেন সাদমান। ৬ ওভারে বিনা উইকেটে ৩৭ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে বাংলাদেশ।