সাদ্দামের দুটি কিডনী নষ্ট ডায়ালিস করে বেঁচে আছেন

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
সাদ্দামের দুটি কিডনী নষ্ট। ডায়ালিস করে কোন রকম বেঁচে আছেন। সহযোগিতা পেলে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারেন। এক অসহায় পিতা তার সন্তানের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন। ঝিনাইদহ শহরের আরাপপুর চাঁন পাড়ায় বাস করেন সাদ্দামের পিতা। সাদ্দামের পিতা ফারুক হোসেন পেশায় একজন ইজিবাইক চালক। এনজিও থেকে ঋন নিয়ে ইজিবাইক কিনেছিলেন। এখন সেটিও বিক্রি করতে হতে পারে। পারিবারিক সুত্রে জানা গেছে, সাদ্দাম ৯ মাস আগে হঠাৎ করে ফুলে যায় ও প্রসাব বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পরে তার কিডনীতে সমস্যা। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজের কিডনী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সিদ্দিকুর রহমানের নিকট যাওয়া হয়। সেখানে পরীক্ষা করার পর ডাক্তার সিদ্দিকুর জানান সাদ্দামের দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। সাদ্দামকে সহায় সম্পদ বিক্রি করে ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার সন্তোস ভারুঘিস জানান, সাদ্দামের দুটি কিডনীই ৯৫ ভাগ নষ্ট হয়ে গেছে। এখন অতিদ্রুত কিডনী প্রতিস্থাপন করতে হবে। কিডনী প্রতিস্থাপন করতে ৫০ লাখ টাকা খরচ হবে। অসহায় পিতার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। ভারত তেকে ফিরে এসে সাদ্দাম এখন নিজ বাড়িতেই মৃত্যুর প্রহর গুনছেন। ওই পরিবারটি সমাজের বিত্তবানসহ সকলের সাহায্য ও সহযোগিতা চেয়েছেন। সাহায্যে ও সরাসরি যোগাযোগের ঠিকানা করুন মো: ফারুক হোসেন, বিকাশ নং:-০১৯৬৫-৮৩১৮৪৫, নগদ নং:-০১৮৩০-১৪৪৯৮৫, ব্যাংক হিসাব নং: ২০৫০১৭৫০২০৪৮৯২০৪ (মো: ফারুক হোসেন), ইসলামী ব্যাংক বাংলাদেশ, ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ।

One thought on “সাদ্দামের দুটি কিডনী নষ্ট ডায়ালিস করে বেঁচে আছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *