সাপে কামড়ালে ওঝা নয় হাসপাতালে নিতে হবে শীর্ষক সেমিনার

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
সাপে কামড়ালে ওঝা বা সাপুড়ের কাছে না গিয়ে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে। ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবসে এ কথা বলেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীম কবির। রোববার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মিলনায়তনে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীম কবির, মেডিকেল অফিসার রোগনিয়ন্ত্রণ বিভাগ ডা: আশিফা আশরাফী আইভী, মেডিকেল অফিসার ডা: সুমনা তাসনীম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ডা: শামীম কবির আরো বলেন, আমরা লক্ষ করেছি যখন বিষধর সাপ কামড়ায়। তখন তাকে ওঝা বা সাপুড়ের কাছে নিয়ে ঝাড়ফুক করার কারণে সময় নষ্ট হয়। পরে চিকিৎসকের কাছে আনা হলেও রোগীকে বাঁচানো সম্ভব হয় না। তাই সাপে কামড়ালে রোগীকে ওঝা বা সাপুড়ের কাছে না নিয়ে গিয়ে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে। হাসপাতালে শাপে কাটা রোগীর চিকিৎসা রয়েছে। সঠিক সময়ে চিকিৎসা পেলে ওই রোগী স্বুস্থ হয়ে উঠবে। এ ব্যাপাওে আমাদের সবাইকে বেশী বেশী সচেতন থাকাটা সব থেকে জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *