সাফে কঠিন গ্রুপে বাংলাদেশ, সঙ্গী লেবানন

Share Now..


ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেলো সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভূটান

সাফের ছয় দেশের সঙ্গে এবার অতিথি হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে লেবানন ও কুয়েত। ভারত ও লেবাননের র‍্যাংকিং সবার চেয়ে উপরে হওয়ায় দুই গ্রুপের দুই শীর্ষ দল ধরে গ্রুপিং করা হয়েছে। আক্র বাংলাদেশ ও পাকিস্তানের র‍্যাংকিং সবার পরে হওয়ায় সর্বষেষ পটে ছিলো দুই দল।

সাফ চ্যাম্পিয়শিপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০০৩ সালে চ্যাম্পিয়ন হওয়া। এরপর সবশেষ ২০০৯ সালে সেমিফাইনাল খেলেছিলো লাল সবুজের জার্সিধারীরা। এরপর থেকে আর কনবার গ্রুপ পর্বের গণ্ডিই পেরোতে পারেনি বাংলাদেশ।

আসন্ন সাফে বেশ শক্ত গ্রুপেই পড়েছে বাংলাদেশ। বিশেষত এবার সাফে খেলা দলগুলোর মধ্যে ফিফা র‍্যাংকিংয়ে সবার চেয়ে এগিয়ে থাকা লেবানন পড়ে জামাল-তপুদের গ্রুপেই। গ্রুপের অন্য দুই দল মালদ্বীপ ও ভূটানের বিরুদ্ধেও সাম্প্রতিক ফর্ম কোনভাবেই আসাহ দেখাতে পারছে না।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে রয়েছে কুয়েত, নেপাল ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলবে সেমিফাইনাল।

গ্রুপ এ : ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান
গ্রুপ বি : লেবানন, মালদ্বীপ,ভূটান ও বাং
লাদেশ।

4 thoughts on “সাফে কঠিন গ্রুপে বাংলাদেশ, সঙ্গী লেবানন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *