সাবরিনা রুবিনের ‘বাদল দিনে’
গীতিকবি সাবরিনা রুবিনের লেখা গানে কণ্ঠ দিলেন শান শাইক ও তাসমিম জামান স্বর্ণা। গানের শিরোনাম ‘বাদল দিনে’।
নতুন গান প্রসঙ্গে সাবরিনা রুবিন বলেন, ‘কাব্যচর্চার সাথে দীর্ঘদিনের সংযোগ। এর বাইরে গান লেখা হয়। এই গানটি বেশ আগের লেখা একটি গান। সেমিক্লাসিক্যাল ঢঙে শানের কম্পোজিশন বরাবরই মুগ্ধ করে আমাকে। এই গানটিও চমত্কার বেঁধেছেন তিনি। আশা করি সকলের ভালো লাগবে।’
উল্লেখ্য, রুবিন পেশায় চিকিত্সক হলেও কাব্য সাহিত্য চর্চা দীর্ঘদিন করে আসছেন তিনি। একইসাথে সাবরিনা রুবিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে কবিতা আবৃত্তিও প্রকাশ পেয়েছে বেশ ক’টি।
নিজের এই সৃজনশীল চর্চা প্রসঙ্গে রুবিন বলেন, ‘আসলে যেকোনো সৃজনশীল চর্চায় একটা প্রাণশক্তি দেয়। আমিও নিজের আনন্দের খোরাক জোগাতেই এই কাজগুলো করি। এ বছর বেশকিছু গান প্রকাশ পাবে আমার লেখা।’ শুধু গান বা কবিতার অ্যালবামই নয়, এবারের একুশে বইমেলায় সাবরিনা রুবিনের লেখা কাব্যগ্রন্থও প্রকাশ পাবে। এর আগে পশ্চিমবঙ্গেও তার লেখা কবিতার বই প্রকাশ পেয়েছে।