সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ একদিনের রিমান্ডে 

Share Now..

বিস্ফোরক ও মারামারি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তার উপস্থিতিতে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ২য় (শ্রীমঙ্গল আমলী) আদালতের ম্যাজিস্ট্রেট মিছবাউর রহমান।

এদিন বুধবার দুপুরে মৌলভীবাজার আদালতে হাজির করা হয় আবদুস শহীদকে। এ সময় তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বয়স বিবেচনায় আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন বলে জানিয়েছেন সরকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু নছর মোহাম্মদ মাসহুদ। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর বাজারে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার পর গত ২৪ অক্টোবর ওই এলাকার মো. মাক্কু মিয়ার ছেলে মো. আহাদ মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফসুফ আলীসহ ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *