সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম আমজাদ (৩৫)। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে সোবহানবাগ মহল্লার একটি মাঠে আমজাদকে রক্তাক্ত অবস্থায় পথচারীরা দেখতে পান। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।