সাম্প্রদায়িক সহিংস ঘটনার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়িঘরে হামলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কর্মকর্তাসহ মানবাধিকার কর্মীরা অংশ নেয়।
এসময় সনাকের সভাপতি সায়েদুল আলম, সহ-সভাপতি নাসরিন ইসলাম, সদস্য সুরাইয়া পারভীন মলি, আবু তাহের এন এম শাহজালালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সনাকের সভাপতি সায়েদুল আলম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে অপরাধীকে সুরক্ষা প্রদাণ না করে প্রচলিত আইনে এ ধরণের ফৌজদারি অপরাধের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক শক্তির প্রতি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চিরতরে নির্মূল করে সহিংসতার জন্য দায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের স্বপ্ন পুরণ অসম্ভবই রয়ে যাবে।
where can i get cytotec pills in south africa But just like any other impatient person who wants fast results I was disappointed