‘সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে’

Share Now..


পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, এই মাসে সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে। তবে সরকার চেষ্টা করছে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার। রমজান মাসকে সামনে রেখে ইতিমধ্যে সরকার বাজার নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান পরিচালনা করছে।বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।মন্ত্রী বলেন, প্রতি বছর সরকার কোটি টাকা ব্যয় করে কৃষকের ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণ করছে। সোনা, লোহা দিয়ে বাঁধ নির্মাণ করলেও পাহাড়ি ঢলে সেই বাঁধ টিকবে না। ফসল রক্ষায় বাঁধ স্থায়ী সমাধান নই। বাঁধ হচ্ছে সিজনাল সমাধান। হাওরের ফসল রক্ষার দীর্ঘস্থায়ী সমাধান হচ্ছে নদী খনন। দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। আশা করি সবাই একযোগে কাজ করলে কৃষক সোনালি ধান ঘরে তুলতে পারবে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ সবাই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবে। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *